ছোলার হালুয়া

Copy Icon
Twitter Icon
ছোলার হালুয়া

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 25 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 4
  • 300 গ্রাম চানা / ছোলার ডাল


  • 1/2 কাপ দুধ


  • 2 কাপ চিনি


  • 1/2 কাপ ঘি


  • 5টা এলাচ ও দারচিনি


  • 1/2 কাপ / প্রয়োজন অনুযায়ী কাজু ও কিসমিস

Directions

  • চানা/ ছোলার ডাল টা 6-7ঘন্টা ভিজিয়ে রাখতে হবে । তারপর ভালো করে পেষ্ট করে নিতে হবে।    
  • কড়াইতে ঘি, এলাচ, দারচিনি ও চানা ডালের পেষ্ট দিয়ে ভালো করে সমনে নাড়তে হবে । প্রয়োজনে একটু একটু করে দুধ দিতে হবে ।    
  • যখন পেষ্ট টা যখন টাইট হয়ে আসবে ও পেষ্ট কড়াই থেকে ছেড়ে আসবে ও ঘি ছাড়বে তখন চিনি, কাজু ও কিসমিস দিয়ে দিতে হবে ।    
  • এরপর একটা প্লেটে একটু ঘি লাগিয়ে হালুয়া দিয়ে সমান ভাবে কেটে নিতে হবে ।   
  • তৈরী হয়ে যাবে ছোলার হালুয়া/ চানার হালুয়া